মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ - ২১:৪৫
আহলে বাইত থেকে দূরে থাকার পরিণতি: ইতিহাসে উম্মতের বিভক্তি ও রক্তক্ষয়

ইতিহাস সাক্ষী যে আহলে বাইত থেকে দূরে সরে যাওয়ার কারণে উম্মতের ওপর ভয়াবহ পরিণতি নেমে এসেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইতিহাস সাক্ষী যে আহলে বাইত থেকে দূরে সরে যাওয়ার কারণে উম্মতের ওপর ভয়াবহ পরিণতি নেমে এসেছে। এ প্রসঙ্গে আল্লামা ইবনে আসীর তাঁর প্রসিদ্ধ গ্রন্থ আল-কামিল ফি তারিখ-এ এক মর্মান্তিক ঘটনার বিবরণ দিয়েছেন।

তিনি লিখেছেন, বাগদাদে এক সময় বিশাল ফিতনা দেখা দিয়েছিল। মানুষ একে অপরকে হত্যা করেছে, প্রতিবেশীর ঘরবাড়ি ধ্বংস করেছে, দোকানপাট লুট করেছে এবং অগ্নিসংযোগ করেছে। অথচ এর পেছনে ছিল শুধুমাত্র একটি রাজনৈতিক ও আকীদাগত মতভেদ।

কুরআনের আয়াত—

 عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا
এখানে "মাকামে মাহমুদ" এর ব্যাখ্যা নিয়ে ভিন্নমত দেখা দেয়। কেউ বলেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা আরশে বসবেন এবং নবী করিম তাঁর ডান পাশে বসবেন। 
আবার অন্যরা বলেন, এর মানে হলো শাফাআত (সুপারিশ)।

শুধুমাত্র এ আকীদাগত ইখতিলাফকে কেন্দ্র করে মুসলমানরা একে অপরের বিরুদ্ধে তলোয়ার তুলে নেয়। রক্তের স্রোত বইয়ে দেয়, অসংখ্য নিরীহ প্রাণহানি ঘটে।

এ ইতিহাস প্রমাণ করে যে, যদি উম্মত আহলে বাইতের শিক্ষা ও দিকনির্দেশনা আঁকড়ে ধরত, তবে এমন মারাত্মক বিভাজন ও সংঘাতের জন্ম নিত না। কারণ আহলে বাইতের অনুসরণ উম্মতকে একতাবদ্ধ রাখে, বিভক্তি থেকে রক্ষা করে এবং ভ্রান্ত আকীদা থেকে দূরে রাখে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha